• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ব্রেক্সিট পরবর্তী জ্বালানি সমস্যায় যুক্তরাজ্য! 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৩:৫২ পিএম;
ব্রেক্সিট পরবর্তী জ্বালানি সমস্যায় যুক্তরাজ্য! 
ব্রেক্সিট পরবর্তী জ্বালানি সমস্যায় যুক্তরাজ্য! 

গোটা যুক্তরাজ্যে এখন চলছে জ্বালানি খরা৷ সবগুলো পাম্প স্টেশনের সামনে গাড়ির লম্বা লাইন এখন নিয়মিত ঘটনা৷ দুই চার ঘন্টা কখনো বা সাত আট ঘন্টায় ও মিলছে না পেট্রোল। ফলে ব্রিটেনবাসী  কে ভুগতে হচ্ছে জ্বালানি সংকটে। তবে হঠাৎ করেই কেনো এত সংকট!  .

যুক্তরাজ্য সরকার শ্রমিক ভিসা কড়াকড়ি করায় বর্তমানে ড্রাইভার খুঁজে পেতেই তাদের বেগ পোহাতে হচ্ছে। যার ফলে নিয়মিত সরবরাহ ও যোগানে ঘাটতি লেগেই আছে পাম্প স্টেশন থেকে শুরু করে আরো নানাক্ষেত্রে৷  যদিও প্রেক্ষাপট ভিন্ন কিন্তু বর্তমানের এই সংকট যেনো ৭০ এর দশকের ওপেক কর্তৃক তেলের দাম বাড়িয়ে পশ্চিমা বিশ্ব কে হঠাৎ করেই বেকায়দায় ফেলে দেয়ার কথা মনে করিয়ে দেয়৷ . .

ডে-নাইট-নিউজ / আসিফ আলম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ